Motorized Wooden Dheki Made in Bangladesh

Motorized Wooden Dheki Made in Bangladesh
Spread the love
         
  
          

অত্যাধুনিক মটর চালিত ঢেঁকি:

তৈরীর ইতিহাস:

২০১৯ সনের জানুয়ারিতে আমি জেমস্ মার্টিন অধিকারী শখের বসে একদিন একটি কাঠের থ্রিডি ঢেঁকি ডিজাইন করেন সলিডওয়ার্কস সফ্টওয়ারে। তখন সেটি ডিজাইন করা হয় সম্পূর্ন কাঠ দিয়ে। শখ করে করা তাই তেমন কোন মাপ ঝোপ ছাড়াই একটি মডেল তৈরী করা হয়। অবশেষে সেটা এনিমেশন করে ছবি ও ভিডিও আপলোড করা হয় ইন্টারনেটের মাধ্যমে ফেজবুক ও ইউটিউবে। কাজটি নিছক মজা করার জন্য ছিল। কিন্তু মাঝে মধ্যে অনেকে ফোন করে ঢেঁকির বিষয়ে জানতে চাইতো। একবার একজন পূর্ব পরিচিত পুলিশের এ আই জি ফোন করে বললেন মটর চালিত ঢেঁকি বানাতে পারবো কিনা? কেমন খরচ পরবে জানাতে। তখন মনে হলো সত্যি সত্যিই যদি কাজের জন্য মটর চালিত ঢেঁকি বানাতে হয় তাহলে সঠিক মাপে একটি ডিজাইন করা দরকার।

আমি শহরের মানুষ, কখনো এই যন্ত্র নিয়ে কাজ করা হয়নি, তবে গ্রামে ছোটবেলায় দেখেছি কিভাবে ঢেঁকিতে কাজ করে। মনে মনে ভাবলাম আমার ইঞ্জিনিয়ারিং ও মেশিন ডিজাইনের অভিজ্ঞতা দিয়ে যদি এমন একটা ঢেঁকি ডিজাইন করতে পারি, যার স্পিড ও ফোর্স নিয়ন্ত্রন করা যাবে তাহলে মন্দ হবে না। নেট ঘেটে ঢেঁকির কাঠের মাপ পেলাম সেটা দিয়েই ডিজাইন শুরু। তারপর নেট ঘেটে বেশ কিছু ভিডিও পেলাম সে গুলো আমার পছন্দ হয়নি তবে হাত না দিয়ে ধান নাড়ানোর আইডিয়াটা পেলাম কিন্তু সেটা কিভাবে করবো এ নিয়ে চিন্তা করতে থাকলাম আর ঢেঁকির ডিজাইন হয়ে গেলে সেটা সিমুলেট করে একটা এনিমেশন ভিডিও ইউটিউবে আপলোড করে দিলাম। সেই সাথে ফেজবুকেও মাঝে মাঝে পোষ্ট দিতাম।

ক্যাডসন ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভিসের মোটরাইজ্ড কাঠের ঢেকি একটি নতুন এবং সুবিধাজনক পণ্য। এই কাঠের ঢেকি পরিবেশমানের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং স্বচ্ছতার উপকারিতা দেয়। এই কাঠের ঢেকি ব্যবহার করে আপনি কম খরচে একটি শক্তিশালী পণ্য পাবেন, যা ধানের চাষ ও উৎপাদনের জন্য খুব উপযোগী। এটি বিভিন্ন প্রকারের ধানের জন্য পরিবর্তনশীল হতে পারে এবং লিফটিং উচ্চতা এবং বল পরিবর্তন করতে পারেন। এই মোটরাইজ্ড কাঠের ঢেকি দ্বিতীয় মোটর দ্বারা পরিচালিত হয়, যা এর কাজের দক্ষতা বাড়ানোর জন্য উন্নয়ন করে। এটি ধানের উৎপাদন দ্বিগুণ বা তিনগুণ বা এরও বেশি করতে পারে। এছাড়াও, এই কাঠের ঢেকি অটোমেটিক স্টার্ট এবং স্টপ ফিচার সহ ডিজাইন করা হয়েছে যাতে আপনাকে মেশিনটি নিয়ন্ত্রণ করতে পারেন।

এরপরে অনেক ফোন কল পেয়েছি। অনেকে আমার অফিসেও এসেছে। কিন্তু যখন শোনে এটি আমি এখনো তৈরী করি নাই তখন আর তারা এগোতে সাহস পায় না। এভাবেই ২০২২ সনের জানুয়ারিতে রংপুরের স্বপ্নছুঁই ইয়োথ ফাউন্ডেশনের দুজন তরুণ উদ্দ্যোগতা আমার কাছে আসে। আমার সাথে কথা বলে ও আমার কর্মকান্ড দেখে অনুপ্রানিত হয়ে অর্ডার করে একটি ঢেঁকি তৈরী করে দেবার জন্য। যার জন্য আমি দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। অটোমেটিক ধান নাড়ানোর ডিজাইন করতে করতে পাশাপাশি কাঠ কাটা, লোহার ফ্রেম বানানো, লেদের কাজ চলছে। এভাবেই দেরমাস অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে ঢেঁকি তৈরী হয়। মেহেদী হাসান সুদূর রংপুর থেকে সেদ্ধ করা চাল নিয়ে আসে আর তা দিয়ে আমাদের কারখানায় ঢেঁকির টেষ্ট ট্রায়াল দেয়া হয়। আর একবারেই শতভাগ সফল হয়ে ঢেঁকি রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে। এর পরবর্তি একমাসের মধ্যে আমরা আরো দুটি ঢেঁকির অর্ডার পাই। এভাবেই এই আধুনিক ঢেঁকির জন্ম। যা দেখতে চমৎকার, শব্দ বিহীন ও যখন তখন জায়গা পরিবর্তন করে সরিয়ে নেয়া যায়। সাধারন বাসা-বাড়ির বিদ্যুতেই চলে।

জনপ্রিয়তার কারণে মনে হলো আরো কিছু উন্নতি করা যায়। তাই ডাবল ঢেঁকির ডিজাইন করা হলো যাতে অর্ধেক বিদ্যুত খরচে দ্বিগুন উৎপাদন হবে। তারপর ভাবলাম আরো কম জায়গায়  একই কাজ কি করে করা যায়? সেই চিন্তা থেকে তৈরী হলো নতুন এক অভিনব ডিজাইন, যার নাম দিয়েছি ভার্টিক্যাল ঢেঁকি। এটি আসলে ঢেঁকির আদি রূপ।

—– জেমস্ মার্টিন অধিকারী

Automatic Motorized Dheki (Single) Features:

  1. Smooth Lifting Mechanism
  2. Automatic Stirring rice
  3. Lift & Force Adjusting
  4. Speed Adjusting
  5. VFD for Single Phase use.
  6. Motor: 1.5 KW
  7. Total Weight: 350kg
  8. Dimension: 2300mm x 700mm x 750mm (LxWxH)
  9.  Ram & Pot made of Wood
  10.  Frame made of Steel
  11. Production Capacity: 20kg/hr
  12. Price: 1.5 lac

Automatic Motorized Dheki (Double) Features:

  1. Smooth Lifting Mechanism
  2. Automatic Stirring rice
  3. Lift & Force Adjusting
  4. Speed Adjusting
  5. VFD for Single Phase use.
  6. Motor: 1.5 KW
  7. Total Weight: 580kg
  8. Dimension: 2300mm x 1500mm x 750mm (LxWxH)
  9.  Ram & Pot made of Wood
  10.  Frame made of Steel
  11. Production Capacity: 40kg/hr
  12. Price: 2.7 lac

Automatic Motorized Dheki (Double Vertical) Features:

  1. Smooth Lifting Mechanism
  2. Automatic Stirring rice
  3. Lift & Force Adjusting
  4. Speed Adjusting
  5. VFD for Single Phase use.
  6. Motor: 1.5 KW
  7. Total Weight: 650kg
  8. Dimension: 1000mm x 1000mm x2100mm (LxWxH)
  9.  Ram & Pot made of Wood
  10.  Frame made of Steel
  11. Production Capacity: 40kg/hr
  12. Price: 2.6 Lac

=======================

Double Dheki Test run

Reimagining Rice Husking: Enter the Motorized Dheki from Cadson Engineering & Services

For generations, the rhythmic pounding of the dheki has echoed through fields and villages, signaling the transformation of paddy into nourishing rice. But what if we told you there’s a way to retain the rich tradition while embracing the efficiency of modern times? Introducing the Motorized Dheki from Cadson Engineering & Services – a revolution in rice husking.

Two options for every need:

  • Single Dheki: Ideal for small families or home use, this compact powerhouse packs a punch, husking up to 20 kilograms of rice per hour with a 1.5 kW motor. Enjoy freshly husked rice without breaking a sweat!
  • Double Dheki: Catering to larger families or small-scale commercial needs, this double-barreled wonder doubles the output, reaching an impressive 40 kilograms of husked rice per hour with its two 1.5 kW motors. Efficiency meets tradition with flying colors.

Beyond raw power:

  • Gentle husking: Unlike harsh commercial mills, the Motorized Dheki’s gentle pounding preserves the delicate bran layer of the rice, retaining its nutritional value and rich flavor. Say hello to healthier, tastier rice!
  • Easy operation: Simply feed the paddy, switch on the motor, and let the dheki do the rest. Its user-friendly design makes it accessible to everyone, from seasoned cooks to curious newcomers.
  • Durable and reliable: Crafted with high-quality materials and meticulous attention to detail, the Motorized Dheki is built to last. Enjoy years of dependable service and freshly husked rice, season after season.

More than just convenience:

  • Sustainable choice: Embrace a low-energy alternative to commercial mills. The Motorized Dheki’s efficient design minimizes power consumption, making it a friend to the environment and your wallet.
  • Support local communities: Bring back the traditional charm of rice husking while supporting local livelihoods. Choose the Motorized Dheki and empower small farmers with a chance to offer freshly husked rice directly to their communities.
  • Preserve a vibrant heritage: Rekindle the memories of childhood afternoons spent listening to the rhythmic pounding of the dheki. This modern take on a time-honored tradition keeps the cultural flame burning bright.

Cadson Engineering & Services: Your partner in rice husking evolution

With the Motorized Dheki, we offer more than just a machine; we offer a complete package. From expert guidance in choosing the right model to readily available spare parts and ongoing support, we’re here to ensure your journey towards delicious, freshly husked rice is smooth and rewarding.

Join the rice husking revolution. Embrace the Motorized Dheki from Cadson Engineering & Services. Experience the perfect blend of tradition and efficiency, savor the taste of authentic rice, and contribute to a more sustainable future. Contact us today and discover a world of possibilities, one gentle pound at a time.

error: Content is protected !!