Cadson Engineering & Services
RAS FISH FARM | ROTI MACHINE | FOOD| AUTOMATION | CONSTRUCTION | CONVEYOR | MACHINE | DESIGN | SMART ENGINEERING | MANAGEMENT
তৈরীর ইতিহাস:
২০১৯ সনের জানুয়ারিতে আমি জেমস্ মার্টিন অধিকারী শখের বসে একদিন একটি কাঠের থ্রিডি ঢেঁকি ডিজাইন করেন সলিডওয়ার্কস সফ্টওয়ারে। তখন সেটি ডিজাইন করা হয় সম্পূর্ন কাঠ দিয়ে। শখ করে করা তাই তেমন কোন মাপ ঝোপ ছাড়াই একটি মডেল তৈরী করা হয়। অবশেষে সেটা এনিমেশন করে ছবি ও ভিডিও আপলোড করা হয় ইন্টারনেটের মাধ্যমে ফেজবুক ও ইউটিউবে। কাজটি নিছক মজা করার জন্য ছিল। কিন্তু মাঝে মধ্যে অনেকে ফোন করে ঢেঁকির বিষয়ে জানতে চাইতো। একবার একজন পূর্ব পরিচিত পুলিশের এ আই জি ফোন করে বললেন মটর চালিত ঢেঁকি বানাতে পারবো কিনা? কেমন খরচ পরবে জানাতে। তখন মনে হলো সত্যি সত্যিই যদি কাজের জন্য মটর চালিত ঢেঁকি বানাতে হয় তাহলে সঠিক মাপে একটি ডিজাইন করা দরকার।
আমি শহরের মানুষ, কখনো এই যন্ত্র নিয়ে কাজ করা হয়নি, তবে গ্রামে ছোটবেলায় দেখেছি কিভাবে ঢেঁকিতে কাজ করে। মনে মনে ভাবলাম আমার ইঞ্জিনিয়ারিং ও মেশিন ডিজাইনের অভিজ্ঞতা দিয়ে যদি এমন একটা ঢেঁকি ডিজাইন করতে পারি, যার স্পিড ও ফোর্স নিয়ন্ত্রন করা যাবে তাহলে মন্দ হবে না। নেট ঘেটে ঢেঁকির কাঠের মাপ পেলাম সেটা দিয়েই ডিজাইন শুরু। তারপর নেট ঘেটে বেশ কিছু ভিডিও পেলাম সে গুলো আমার পছন্দ হয়নি তবে হাত না দিয়ে ধান নাড়ানোর আইডিয়াটা পেলাম কিন্তু সেটা কিভাবে করবো এ নিয়ে চিন্তা করতে থাকলাম আর ঢেঁকির ডিজাইন হয়ে গেলে সেটা সিমুলেট করে একটা এনিমেশন ভিডিও ইউটিউবে আপলোড করে দিলাম। সেই সাথে ফেজবুকেও মাঝে মাঝে পোষ্ট দিতাম।
এরপরে অনেক ফোন কল পেয়েছি। অনেকে আমার অফিসেও এসেছে। কিন্তু যখন শোনে এটি আমি এখনো তৈরী করি নাই তখন আর তারা এগোতে সাহস পায় না। এভাবেই ২০২২ সনের জানুয়ারিতে রংপুরের স্বপ্নছুঁই ইয়োথ ফাউন্ডেশনের দুজন তরুণ উদ্দ্যোগতা আমার কাছে আসে। আমার সাথে কথা বলে ও আমার কর্মকান্ড দেখে অনুপ্রানিত হয়ে অর্ডার করে একটি ঢেঁকি তৈরী করে দেবার জন্য। যার জন্য আমি দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। অটোমেটিক ধান নাড়ানোর ডিজাইন করতে করতে পাশাপাশি কাঠ কাটা, লোহার ফ্রেম বানানো, লেদের কাজ চলছে। এভাবেই দেরমাস অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে ঢেঁকি তৈরী হয়। মেহেদী হাসান সুদূর রংপুর থেকে সেদ্ধ করা চাল নিয়ে আসে আর তা দিয়ে আমাদের কারখানায় ঢেঁকির টেষ্ট ট্রায়াল দেয়া হয়। আর একবারেই শতভাগ সফল হয়ে ঢেঁকি রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে। এর পরবর্তি একমাসের মধ্যে আমরা আরো দুটি ঢেঁকির অর্ডার পাই। এভাবেই এই আধুনিক ঢেঁকির জন্ম। যা দেখতে চমৎকার, শব্দ বিহীন ও যখন তখন জায়গা পরিবর্তন করে সরিয়ে নেয়া যায়। সাধারন বাসা-বাড়ির বিদ্যুতেই চলে।
জনপ্রিয়তার কারণে মনে হলো আরো কিছু উন্নতি করা যায়। তাই ডাবল ঢেঁকির ডিজাইন করা হলো যাতে অর্ধেক বিদ্যুত খরচে দ্বিগুন উৎপাদন হবে। তারপর ভাবলাম আরো কম জায়গায় একই কাজ কি করে করা যায়? সেই চিন্তা থেকে তৈরী হলো নতুন এক অভিনব ডিজাইন, যার নাম দিয়েছি ভার্টিক্যাল ঢেঁকি। এটি আসলে ঢেঁকির আদি রূপ।
—– জেমস্ মার্টিন অধিকারী
Automatic Motorized Dheki (Single) Features:
Automatic Motorized Dheki (Double) Features:
Automatic Motorized Dheki (Double Vertical) Features:
=======================
For generations, the rhythmic pounding of the dheki has echoed through fields and villages, signaling the transformation of paddy into nourishing rice. But what if we told you there’s a way to retain the rich tradition while embracing the efficiency of modern times? Introducing the Motorized Dheki from Cadson Engineering & Services – a revolution in rice husking.
Two options for every need:
Beyond raw power:
More than just convenience:
Cadson Engineering & Services: Your partner in rice husking evolution
With the Motorized Dheki, we offer more than just a machine; we offer a complete package. From expert guidance in choosing the right model to readily available spare parts and ongoing support, we’re here to ensure your journey towards delicious, freshly husked rice is smooth and rewarding.
Join the rice husking revolution. Embrace the Motorized Dheki from Cadson Engineering & Services. Experience the perfect blend of tradition and efficiency, savor the taste of authentic rice, and contribute to a more sustainable future. Contact us today and discover a world of possibilities, one gentle pound at a time.