Cadson Engineering & Services
RAS FISH FARM | ROTI MACHINE | FOOD| AUTOMATION | CONSTRUCTION | CONVEYOR | MACHINE | DESIGN | SMART ENGINEERING | MANAGEMENT
আর এ এস ট্রেনিং কি?
ট্রেনিং বিষয়টি নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা উৎসাহ আছে। কেননা পুকুরে মাছ চাষের ট্রেনিং হয়। বায়োফ্লকের ট্রেনিং হয়। কিন্তু আর এ এস এর কি ট্রেনিং হয়?
আমার কাছে অনেকে আর এ এস এর ট্রেনিং করতে চায়। আমি তাদের বুঝিয়ে বলি কেন ঐ সকল ট্রেনিং এর মত আর এ এস এর ট্রেনিং হয় না।
আর এ এস এর ট্রেনিং হয় শুধু মাত্র যারা প্রজেক্ট করে তাদের জন্য।
কেন ট্রেনিং দরকার হয় একটি আর এ এস প্রজেক্ট এ?
কারন এটি একটি ইন্ডাস্ট্রি। এখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে অপারেশন ও ম্যানটেনেন্স এর যাবতীয় ট্রেনিং প্রয়োজন।
সব আর এ প্রজেক্ট এর ট্রেনিং কি এক?
না, সব প্রজেক্ট এর ট্রেনিং কখনো এক হবে না। কারন এক এক প্রজেক্ট এর ডিজাইন এক এক রকম। তাই নির্দিষ্ট প্রজেক্ট এর জন্য নির্দিষ্ট ট্রেনিং প্রয়োজন।
আপনার কোন প্রজেক্ট নেই ভাবছেন ট্রেনিং নিয়ে নিজে প্রজেক্ট করবেন?
আমার জানা মতে এমন কোন প্রতিষ্ঠান পৃথিবীর কোথাও নেই যারা ট্রেনিং দিয়ে আপনাকে প্রজেক্ট তৈরী করা শেখাবে।যদি এমন কাউকে পেয়েও যান যে আপনাকে এমন একটা ট্রেনিং দিতে পারে, তবে আপনি সেই ট্রেনিং নেবার জন্য যোগ্য ব্যাক্তি কিনা সেটা আগে দেখতে হবে। অর্থাত আপনার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে কিনা?
কি কি বিষয় থাকে একটা আর এ এস ট্রেনিং এ?
যারা প্রজেক্ট করে দেয় তারা যা যা শেখাবে তা হলো:
কোন ভাল্বের কি কাজ কখন কোনটা খুলতে হয়, বন্ধ করতে হয়?
কিভাবে টেংকের পানির লেভেল ঠিক রাখতে হয়?
কি ভাবে অটো বা মেনুয়ালি চলাতে হয়?
কোন কিছু নষ্ট হলে কি ভাবে বাইপাস করতে হবে?
রুটিন কাজ কি কি? দৈনিক, মাসিক, বৎসরিক।
কখন কিভাবে পানি পরিক্ষা করতে হবে?
পিএইচ, এমোনিয়া নাইট্রেট বাড়লে কি করতে হবে?
কি ভাবে মাছ ছাড়তে হবে?
রোগ হলে কি করতে হবে?
বায়ো ফিল্টার কিভাবে কন্ট্রল করে?
খাবারের হিসাব কিভাবে করতে হয়? ও খাবার দিতে হয়?
বিদ্যুত গেলে কি করতে হবে?
কি ভাবে ডাটা সিট রেকর্ড রাখতে হয়?
কি কি ওষুধ প্রয়োগ করলে বায়ো ফিল্টারের সমস্যা হয়?
এমন আরো অনেক ট্রেনিং আছে প্রতিটি ইকুইপমেন্ট যেমন অক্সিজেন জেনারেটর, ড্রাম ফিল্টার ইত্যাদির কি কি পরিক্ষা করতে হয়? ইত্যাদি।
এখন ভাবুন তো, আপনার এসব কিছু নাই। আপনি ট্রেনিং নিয়ে করবেন টা কি?
আপনাকে যদি এসব শেখানো হয়ও, আপনি অন্য একটি প্রজেক্ট এ গিয়ে দেখবেন সেখানে অন্য ডিজাইন। মেশিনও আলাদা ধরনের। এই ট্রেনিং কি কোন কাজে আসবে?
বরং যেখানে কাজ করবেন সেখানকার অপারেশনের উপর ট্রেনিং নিয়ে কাজ করেন কাজে দেবে।
যেখানে সেখানে ট্রেনিং এর কথা শুনে ঝাপ দেবেন না।
দেশে অনেক বড় বড় প্রজেক্ট হতে যাচ্ছে। একসময় তারাই লোক নিয়ে টেনিং দিবে।
মোট কথা হলো প্রজেক্ট ছাড়া ট্রেনিং অর্থহীন। বিষয়টা পুকুরে বা টেংকে মাছ লালন পালন এর জন্য দেখাশুনা বা খাবার দেয়া নয়।